An original poem:আমেরিকা যাওয়ার স্বপ্ন

travel-to-america-16177021-1.jpg
Image credit: search of google.

অনেকদিনের আশা
দেশ ভ্রমণের পিপাসা।
হবে কি পূরণ স্বপ্ন?
যেতে পারবো কি আমেরিকা?
স্বপ্ন তো স্বপ্নই রয়ে যায়,
গরিব মানুষের সব আশা,
সব স্বপ্ন কি সত্যি হয়?

কিন্তু কখনতো ,মন দোলা দেয়,
আশা কি পূরণ হয়?
টাকা নেই ,আশা শুধু,
হতাশায় পরিণত হয়।
গরিবের আশা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা,
স্বপ্ন জীবনের পরিচয়।
কখনও হবে কি যাওয়া?
মিটবে কি ভ্রমণের পিপাসা?
92816764.jpg
Image credit: search of google.

H2
H3
H4
Upload from PC
Video gallery
3 columns
2 columns
1 column
3 Comments