অনেক দিন তাই ঠিক অনেক দিন আমি দেখিনি
সাগরের আদিম ছন্দে অবিরত সফেন তরঙ্গ মেলা।
আমি বছরের একটি দিন আসি আর সারাদিন দেখি
তারপর একরাশ ভালো লাগা নিয়ে ফিরে আসি বাড়ি।
ছেলেটি একটি কবিতা লিখতে চেয়েছিলো
তাই সে পড়ে ফেললো বেশ কিছু কবিতা,
তবুও একটি কবিতা হলো না লেখা
খাতা পড়ে থাকে সাদা শুন্য আবেগের স্ফুলিঙ্গ নিয়ে।
ছেলেটি একটি কবিতা লিখতে চেয়েছিলো।
Image source: google search