My Original Bengali Poem - বাউন্ডুলে স্বত্বা

এভাবে প্রশ্ন করো না,

কেননা আমি নিরুপায়। 

তোমাকে দিয়েছি বেদনা ;

এ নিষ্ঠুর সমাজতন্ত্রের তাড়নায়। 

আমাকে তুমি ভুল বুঝো না,

কেননা আমি তোমার বাউন্ডুলে সঙ্গী,

উন্মত্ত কালবৈশাখীর প্রণয়ে। 


জানাজানি হয়েছে সমাজে 

তোমার আমার নানান কথা। 

তবুও তুমি থাকোনি দূরে লাজে,

ডোবাও নি প্রণয়ের প্রথা। 


আমি দুর্লভ নিষ্ঠুর,

দুর্জয় প্রেমের কান্ডারি,

করেছে দাস এ সংসার এরই। 


নিজের প্রয়োজনে খুঁজেছি তোমায় ;

সংসার প্রয়োজনে বেঁধেছে আমায়। 


প্রতিদিন কাটে আমার যেথায় 

তুমি বিনা,

পেট চালাবার কর্মক্রিয়ায়। 

হে বন্ধু ;

বিদায় ! দেখা হবে দ্বিতীয় কোনো 

বাউন্ডুলেপানায়। 


image credit

H2
H3
H4
Upload from PC
Video gallery
3 columns
2 columns
1 column
3 Comments